সিবিএন ডেস্ক ;
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সব স্কুল ও কলেজে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মোবাইল ফোন নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করলে সবাই তা সমর্থন জানান।
ইউএনও মো. আল আমীন জানান, পার্শ্ববর্তী মহেশপুরে ইতোমধ্যে মোবাইল নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। জীবননগরেও এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে রেজুলেশন পাঠানো হবে এবং দ্রুত পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে।
