ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার শহরের ঝাউতলা ও কলাতলী হোটেল-মোটেল জোনে ৭টি আবাসিক হোটেল ও রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো, শহরের ঝাউতলার জামান হোটেল, কলাতলীর ওয়ার্ল্ড বিচ রিসোর্ট (হাজী দেলোয়ার), সৈকতপাড়ার হোটেল ক্ল্যাসিক ভিলা, রয়েল হেরিটেজ, আবির রিসোর্ট, পালংক্যি রেস্টুরেন্ট ও শাহজাদী রিসোর্ট। এখানে জামান হোটেল একাই ৭৫,০০০ টাকা জরিমানা দিয়েছে।

কউক সচিব সানজিদা বেগম জানান, ইমারত নির্মাণ আইন-১৯৫২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানসমূহে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

ভবনের মালিক/ব্যবহারকারীদের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। রেস্টুরেন্ট মালিককে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাবার পরিবেশন নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের ব্যত্যয় করে নির্মিত ভবনসমূহের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সেই সাথে রেস্তোরাঁর মালিকদের স্বাস্থ্যকর পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনে যত্নশীল হবার জন্য সতর্ক করা হচ্ছে বকে জানান কউক সচিব সানজিদা বেগম।