সিবিএন ডেস্ক ;

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার সদস্য স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা সফলভাবে সম্পন্ন করেছেন। পাঁচ দিনের এই পরিভ্রমণে তারা শারীরিক সক্ষমতা, নেতৃত্ব ও মানবসেবার আদর্শকে বাস্তবায়ন করেন।

১১ আগস্ট ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যাত্রা শুরু করে তারা চট্টগ্রাম কলেজ হয়ে ১৬ আগস্ট কক্সবাজার উপজেলা পরিষদে পৌঁছান। এ সময় পথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান ও সরকারি-বেসরকারি দপ্তর পরিদর্শন করেন এবং স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।

রোভার সদস্য ইয়াছিন আরাফাত জানান, এই পদযাত্রার উদ্দেশ্য ছিল নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও দলগত চেতনা বৃদ্ধির পাশাপাশি সমাজে স্কাউটিংয়ের ইতিবাচক প্রভাব তুলে ধরা।

উল্লেখ্য, ‘পরিভ্রমণকারী ব্যাজ’ পিআরএস অ্যাওয়ার্ড অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে স্কাউটদের পদব্রজে ১৫০ কিমি, সাইকেলে ৫০০ কিমি বা নৌকায় ২৫০ কিমি ভ্রমণ করতে হয়।