এম. মনছুর আলম, চকরিয়া;

চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম সোনা মিয়া, তাঁর ছেলে ও পরিবার সদস্যদের পরিকল্পিতভাবে একটি হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার (১৭ আগস্ট) বিকেলে সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষের পাশাপাশি ইউপির প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম সোনা মিয়া ও তাঁর পরিবার উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রেখে আজিজুল হাকিম বলেন, “শনিবার রাতে রামপুর আবাসন প্রকল্পের পাশে চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে গোলাগুলিতে শেকাব উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আমার কিংবা আমার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ওই চিংড়ি ঘেরও আমার নয়। কিন্তু এলাকার একটি মহল ঈর্ষা ও ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ও আমার পরিবারকে মামলায় জড়ানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “শেকাব উদ্দিন হত্যার ঘটনায় আমিও বিচার চাই। যারা এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি নিরপরাধ মানুষ যাতে এ মামলায় অভিযুক্ত না হয়, সেজন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

মানববন্ধনে এলাকাবাসী জানান, নিহত শেকাব উদ্দিন দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

তবে তারা বলেন, “শেকাব উদ্দিন আমাদের সাহারবিলের সন্তান হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা চাই, পুলিশ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে মামলা রুজু করুক।”