পেকুয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কক্সবাজারের পেকুয়ার শিলখালিতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় শিলখালি ইউনিয়নের আলিচান মাতবর পাড়ায় অবস্থিত সৈয়দা খাতুন হেফজখানা ও এতিমখানায় স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলখালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ বিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসহাব উদ্দিন, বিএনপি নেতা আবদুর রহমান, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা আবুল কালাম (এমইউপি), মো. আইয়ুব, রাকিবুল হাসান এবং শিলখালি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুর জব্বার আকাশসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রসৈনিক। তাঁর নেতৃত্বে বাংলাদেশে বহু আন্দোলন-সংগ্রাম সংঘটিত হয়েছে।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
