সংবাদ বিজ্ঞপ্তি;

বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ আলহাজ শফিকুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল ১৫ আগস্ট। ২০২১ সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান। তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ আগস্ট মরহুমের পরিবার নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ।

আলহাজ শফিকুর রহমান ছিলেন বহুগুণের অধিকারী। জীবদ্দশায় তিনি অসংখ্য মসজিদ-মাদ্রাসা, সামাজিক ও ক্রীড়া সংগঠনের সেবা করেছেন। নিরবে-নিভৃতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি ছিলেন জিয়া গেস্ট ইন-এর প্রতিষ্ঠাতা, মধ্যম নুনিয়াছড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, রামু ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মাদ্রাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া পরিচালনা কমিটির অর্থ সম্পাদক, সাংবাদিক সংসদ কক্সবাজারের উপদেষ্টা, নব জাগরণ সমিতির সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, ইন্টার কক্স স্পোর্টস ক্লাবের উপদেষ্টা এবং কক্সবাজার অফিসার্স ক্লাবের সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

তার আত্মার মাগফেরাত কামনায় মরহুমের ছেলে হাবিবুর রহমান পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।