সিবিএন ডেস্ক;

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সামির (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক।

পুলিশ জানায়, চার বন্ধু মিলে বেড়াতে এসে সামির শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। এক পর্যায়ে পানির ঢেউয়ে ভেসে যান তিনি। সেখানে লাইফগার্ড সদস্য না থাকায় দ্রুত উদ্ধার সম্ভব হয়নি। পরে ঢেউয়ের তোড়ে কূলের কাছে ভেসে এলে তার বন্ধুদের সহায়তায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর বাকি তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে সমুদ্রে গোসল করতে নেমে ১২ জন পর্যটকের মৃত্যু হয়েছে, উদ্ধার হয়েছে ৭৮ জন। গত এক দশকে লাইফগার্ড সদস্যরা ৬৪ জনের লাশ উদ্ধার এবং ৭৮২ জনকে জীবিত উদ্ধার করেছেন।