এম. মনছুর আলম, চকরিয়া;

দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে থাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদ ভবনে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উপজেলা প্রশাসনের উন্নয়ন বরাদ্দে ভবনের অভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন হওয়ায় পুরনো জীর্ণ চেহারার বদলে ভবনটি এখন আধুনিক রূপে সেজে উঠেছে।

জানা গেছে, ২৪ জুলাই–আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সারা দেশের মতো বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও রাজনৈতিক কারণে আত্মগোপনে চলে যান। এতে নাগরিক সেবা ব্যাহত হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-১ মো. ইসমাইল মানিককে ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার পর মো. ইসমাইল মানিক ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে গ্রামীণ সড়ক, কালভার্ট, এইচবিবি, সলিং ও আরসিসি ঢালাইসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন। পাশাপাশি দীর্ঘদিনের জীর্ণ ইউপি ভবনও সংস্কার করেন। সংস্কারের মধ্যে ছিল দেয়াল রং, জলছাদ, মেঝে, দরজা-জানালা মেরামত ও প্রতিস্থাপন। এর ফলে পরিষদ ভবনের অভ্যন্তর ও বাহির উভয় দিকেই দৃষ্টিনন্দন পরিবর্তন এসেছে।

চেয়ারম্যান মো. ইসমাইল মানিক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষের মৌলিক সেবা দ্রুত পৌঁছে দিতে কাজ করছি। পরিষদে হেল্প ডেস্ক চালু রয়েছে, যেখানে জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ারিশ সনদসহ অন্যান্য সেবা ৫–১০ মিনিটেই দেওয়া হয়। ভবনের সংস্কারের পাশাপাশি নতুন আসবাবপত্র ও চারপাশে ফুলের বাগান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে উপজেলার মধ্যে একটি মডেল পরিষদে রূপান্তরের চেষ্টা চলছে।