ডেস্ক নিউজ:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শিল্প এলাকা ইসলামপুরে লবণ পরিবহনকারী একটি ট্রাক থামিয়ে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় কিছু জামায়াতপন্থী নেতা-কর্মী। ঘটনাটিকে কেন্দ্র করে শ্রমিকরা সড়কে বিক্ষোভে নামেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা—এটি রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করে বড় ধরনের সংঘর্ষের দিকে গড়াতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করা হয়। এরপর কয়েকজন লোক ট্রাক থামিয়ে টাকা দাবি করেন বলে অভিযোগ উঠে। এ সময় শ্রমিকরা “আমরা কোনো চাঁদা দেব না” বলে স্লোগান দেন এবং ‘জামায়াত চাঁদাবাজি করছে’ বলে প্রতিবাদ করেন। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে।
শ্রমিক ও ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে কিছু জামায়াতপন্থী ব্যক্তি ও স্থানীয় নেতারা শিল্প এলাকায় ট্রাক ও পণ্যবাহী যানবাহনের উপর প্রভাব বিস্তার করে অর্থ আদায় করছেন, যা ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটাচ্ছে এবং পরিবহন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন বলেন, “ইউনিয়ন পরিষদ থেকে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররা নিয়ম অনুযায়ী টাকা তুলতে পারেন।”
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করা হয়েছে। চেয়ারম্যানকে বিষয়টি ইউএনওর মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন, “ইউনিয়ন পরিষদ থেকে ইজারা দেওয়ার নিয়ম রয়েছে। তবে সড়ক অবরোধ করে বাঁশ ফেলা আইনসঙ্গত নয়। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।”
এলাকাবাসী শিল্প এলাকার শান্তি-শৃঙ্খলা ও ব্যবসা রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন।
