আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;
প্রযুক্তি নির্ভর যুবশক্তি ও বহুপাক্ষিক অংশীদারত্বের মাধ্যমে অগ্রগতি প্রতিপাদ্য করে ২০২৫ সালের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঈদগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার মোঃ আসাদ, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, পোকখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছৈয়দ নূর, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দু রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রাশেদুল হাসান, উপজেলা উপ-স্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সামিমা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, যুব সংগঠনের নেতা ও সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন, “যুবসমাজ একটি জাতির বড় সম্পদ। আধুনিক প্রযুক্তি, শিক্ষা ও সৃজনশীলতার মাধ্যমে তারা দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে। তরুণদের আত্মনির্ভরশীল হতে হবে এবং দক্ষতা উন্নয়নে মনোযোগ দিতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বৃদ্ধি প্রয়োজন।”
তরুণ উদ্যোক্তা ফারহাদ উদ্দিন তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব। উদ্যোগ নিতে ভয় পেলে চলবে না, চ্যালেঞ্জ মোকাবিলা করেই সাফল্য আসবে।”
সংগঠক শাহাব উদ্দিন বলেন, “আমাদের সংগঠন সামাজিক উন্নয়নের পাশাপাশি তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে কাজ করছে। একযোগে সহযোগিতায় যুবসমাজ অগ্রগতি অর্জন করবে।”
বক্তারা আরও বলেন, “যুবসমাজ দেশের উন্নয়নের প্রধান শক্তি। প্রযুক্তি, শিক্ষা ও ইতিবাচক নেতৃত্বের মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করবে।”
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্ভাবনী শক্তিতে পরিণত করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
