পেকুয়া প্রতিনিধি:
যুবসমাজকে দক্ষ, স্বনির্ভর ও প্রযুক্তিবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
১২ আগস্ট (মঙ্গলবার) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
হিসাবরক্ষক আবুল কালাম সাগরের সঞ্চালনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আখতার, এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকের আহমদ।
বক্তারা বলেন, “যুব সমাজ দেশের মূল চালিকাশক্তি। টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তিগত দক্ষতা ও উদ্যোক্তা মনোভাবসম্পন্ন যুবকদের প্রয়োজন। সরকার যুব উন্নয়নে বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ করেছে, যার সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণরাও পাচ্ছেন।”
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ১০ জন উদ্যোক্তা যুবকের হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। প্রত্যেককে একটি নির্দিষ্ট প্রকল্প সম্প্রসারণের জন্য এ ঋণ প্রদান করা হয়। এর মাধ্যমে যুবকদের মাইক্রো-উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলার লক্ষ্য রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সরকার চাইছে—যুবসমাজ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হোক। যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় প্রশিক্ষণ ও অর্থায়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।”
পেকুয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত অনেক তরুণ এরই মধ্যে গবাদি পশু পালন, হাঁস-মুরগি খামার, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং ও বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন।
যুব ঋণপ্রাপ্ত এক তরুণ জানান, “আগে কিছু করব ভাবতাম, কিন্তু পুঁজি ছিল না। এখন সরকারের সহায়তায় খামারটি বড় করতে পারব।”
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস প্রতিবছর ১২ আগস্ট পালন করা হয়। এ দিবসটি তরুণদের ক্ষমতায়ন ও উন্নয়নে আন্তর্জাতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বাংলাদেশ সরকারও জাতীয় যুব নীতিমালার আলোকে দেশের প্রায় ৫ কোটিরও বেশি যুব জনগোষ্ঠীর উন্নয়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
