এম. মনছুর আলম, চকরিয়া;

চকরিয়া পৌরশহরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল কসমেটিক পণ্য রাখার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা এবং ফুলকলি শোরুমের মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৪০ হাজার টাকা।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় পৌরশহরের চিরিংগা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।

অভিযান বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, “সরকারি দাপ্তরিক কাজের পাশাপাশি জনস্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ চিরিংগা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নকল কসমেটিক পণ্য বিক্রি ও মজুদ রাখার অভিযোগে ইউনিলিভার কোম্পানির একটি টিম প্রশাসনের কাছে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে বাজারের কয়েকটি কসমেটিক দোকানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুলকলি শোরুমের মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, যেসব দোকানে অভিযান চালানো হয়েছে, তাদের নকল পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও জরিমানা অব্যাহত থাকবে।

অভিযানে ইউনিলিভার কোম্পানির একটি টিম ও চকরিয়া থানা পুলিশ সহায়তা করে।