সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত প্রতিনিধি দল।

রবিবার (১০ আগস্ট) সকালে তারা সিবিআইইউ ক্যাম্পাস পরিদর্শনে আসলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন, কমিটির আহবায়ক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাবেক চেয়ারম্যান ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. মোহাম্মদ আব্দুল মজিদ, সদস্য সচিব ও ইউজিসির প্রশাসন বিভাগের সহকারী সচিব মো. পারভেজ গাজী, টিম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের অবসরপ্রাপ্ত প্রফেসর মোহা. আবদুল্লাহ আল হারুন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদরোগতত্ত্ব বিভাগের প্রফেসর অবু নোমান ফারুক আহমেদ, ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. এমদাদুল হক।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে পরিচালক (এইচআর) মো. খুরশিদুর রহমান, রেজিস্ট্রার রাজিদুল হক, সহকারী পরিচালক (অর্থ) আব্দুল খালেক বৈঠকে উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের টিমের এই বৈঠকে প্রাতিষ্ঠানিক, একাডেমিক ও অর্থনৈতিক বিষয় পর্যলোচনায় প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করেছেন। ক্যাম্পাস পরিদর্শন করায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিবিআইইউ ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী।