নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ধর্মীয় প্রকাশনা ‘দশভুজা’ পত্রিকার বর্ষপূর্তি। এ উপলক্ষে কক্সবাজার শহরের লালদিঘির পাড়স্থ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে গীতাপাঠ প্রতিযোগিতা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দশভুজা পত্রিকার সম্পাদক বলরাম দাশ অনুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার। বক্তব্য রাখেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সমাজসেবক আদনান সাউদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর এবং সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
