সিবিএন ডেস্ক ;

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর জানান, দ্বীপটির পরিবেশ পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয়দের বিকল্প আয়ের পথ নিশ্চিত করার লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া, মন্ত্রণালয়ের বিগত এক বছরের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একাধিক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে।

পলিথিন নিষিদ্ধে শপিংমলসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো, পাটের ব্যাগ ব্যবহারে যৌথ প্রকল্প গ্রহণ, বায়ুদূষণ রোধে জাতীয় পরিকল্পনা প্রণয়ন, ৮৩০টি অবৈধ ইটভাটা ভাঙা, ঢাকার আশপাশের এলাকা দূষিত অঞ্চল ঘোষণা প্রক্রিয়া, এবং সিসা কারখানা ও শব্দদূষণ প্রতিরোধে নানা কার্যক্রমও চালু রয়েছে।

পাহাড় সংরক্ষণে ১৬টি জেলার পাহাড়ের তথ্য অনলাইনে যুক্ত করা, বনভূমি পুনরুদ্ধার, জীববৈচিত্র্য এলাকা ঘোষণা, বন ও বন্যপ্রাণী রক্ষায় অভয়নির্দেশ, এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন, বিলুপ্তপ্রায় প্রজাতি ফিরিয়ে আনা ও জাতীয় উদ্যানগুলোতে প্লাস্টিক নিষিদ্ধ করাসহ নানা পদক্ষেপকে মন্ত্রণালয় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পথে ‘নতুন দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেছে।