প্রেস বিজ্ঞপ্তি:
০৮ আগস্ট সকাল ৯টায় কক্সবাজার -০৩ (শহর, সদর, রামু ও ঈদগাঁও) ও বিকাল ৩টায় কক্সবাজার-০৪ (উখিয়া -টেকনাফ) সংসদীয় আসনের পৃথক পৃথক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত জুলাই ঘোষণাপত্র গণমানুষকে হতাশ করেছে। জাতিকে হতাশায় নিমজ্জিত করে নির্বাচন আয়োজন পুরাতন বন্দোবস্ত ফিরিয়ে আনার চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। এদেশের তরুণ, শিশু-কিশোর, কৃষক-শ্রমিক পুরাতন বন্দোবস্তের জন্য জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে দেশ ও দেশের মানুষকে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সাড়ে পনেরো বছর এদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। দেশের মানুষ আর বঞ্চনার শিকার হতে চাই না। প্রত্যেক ভোটারের ভোট মূল্যায়িত হওয়ার জন্য আমরা ‘পিআর’ পদ্ধতির দাবি জানিয়েছি। এখনো সময় আছে অবিলম্বে ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। সম্মেলনে তিনি সকল জনশক্তি কে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম ও জেলা অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, মাওলানা শফিউল হক জিহাদী, অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার -০৩ সংসদীয় আসনের এমপি প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সদর সেক্রেটারি আজিজুর রহমান, রাম উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজীম, উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ।
