# ধানের শীষে ভোট দিতে জনগণ উন্মুখ হয়ে আছে
# শেখ হাসিনাকে ভারত থেকে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে

সিবিএন:
জেলা ও সংসদীয় আসন ভিত্তিক বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকালে কক্সাবাজার ইনডোর স্টেডিয়ামে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। মানুষ তার বিচার চায়। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশের জনগণ বিগত ১৫ বছর ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। আগামী সরকার হবে জাতীয়তাবাদী সরকার। তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী। তাই জনগণের পাশে থাকতে হবে।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, শুধু নির্বাচন না, নির্বাচনের পরেও কোন অপকর্ম করা যাবে না। এটি হলো বিএনপির রাজনীতি।

তিনি বলেন, নির্বাচনে যারা পরাজিত হবে তারাই তারেক রহমান ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ফ্যাসিবাদের কোন দোসরকে বিএনপির সদস্য করা যাবে না। এই নির্দেশনা যে অমান্য করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য মশিউর রহমান, আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সেলিনা সোলতানা নিশিতা ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকারিয়া লিটন।

জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও সহ সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বিএনপির একমাত্র শক্তি হলো জনগণ। তাই বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন জনগণ কষ্ট না পাই। সকল ষড়যন্ত্র ছিন্ন করে বিএনপি জাতীয় নির্বাচন করবে। এ জন্য মানুষের দোরগোড়ায় যেতে হবে। মানুষের আস্থা ও মন জয় করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের শাহজাহান চৌধুরী বলেন, বিএনপি হলো তৃণমূল মানুষের প্রাণের সংগঠন। প্রতিটি ঘরে বিএনপির দাওয়াত পৌঁছাতে হবে।

চলমান কর্মসূচিতে জেলায় ১৪ লাখ মানুষকে বিএনপির সমর্থক করা হবে বলে ঘোষণা দেন শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে জেলা-উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।