পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের অন্যতম ধর্মভীরু ও সম্মানিত ব্যক্তি মাওলানা গিয়াস উদ্দিন মাতবর আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজাখালীর ঐতিহ্যবাহী মাতবর বাড়ির মরহুম কালামিয়া মাতবরের দ্বিতীয় পুত্র এবং সমাজকর্মী এহছানুল হকের চাচা ছিলেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা গিয়াস উদ্দিন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তাঁর এক জটিল অপারেশন হয়। অপারেশনের পর তিনি হৃদরোগসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ বুধবার (৬ আগস্ট) বিকাল ৩টার দিকে তিনি স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাঁকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
রাত আনুমানিক ২টার দিকে তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে জরুরি ভিত্তিতে সিপিআর দেওয়া হয়। সিপিআরের মাধ্যমে কিছু সময়ের জন্য হৃদস্পন্দন ফিরিয়ে এনে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু অবশেষে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার ভোরে তিনি ইন্তেকাল করেন।
মাওলানা গিয়াস উদ্দিন একজন সজ্জন, শান্তিপ্রিয় ও ধর্মানুরাগী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি দীর্ঘকাল স্থানীয় বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দ্বীনি শিক্ষাদান ও সমাজসেবা কার্যক্রমে যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, ছাত্র ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় (বাদ আসর) রাজাখালীর মাতবর বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শত শত মানুষ অংশ নেন। নামাজে জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাওলানা গিয়াস উদ্দিন মাতবরের মৃত্যুতে পেকুয়াবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এম.এমরান আহমেদ ও সাধারণ সম্পাদক এম দিদারুল করিম এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন,”মাওলানা গিয়াস উদ্দিন একজন নীতিবান, নিরহংকারী এবং সমাজের প্রতি দায়বদ্ধ একজন আলোকিত মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে সমাজ একটি মূল্যবান সম্পদ হারালো।”
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
প্রয়াত মাওলানা গিয়াস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।
