এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন—শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাই প্রধান। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবই নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। বর্তমান শিক্ষার্থীরাই একদিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে, তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলায় সমাজের সকলের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) মো. ফরিদ উদ্দীন বলেন,
“এই সংবর্ধনা কেবল পুরস্কার নয়, এটি তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের স্বীকৃতি। আমি গর্বিত, কারণ তোমাদের মধ্যে আগামীর নেতৃত্ব দেখতে পাই। নিজেদের উপর বিশ্বাস রাখো, নিয়মিত শেখো এবং দেশের জন্য কিছু করার চেষ্টা চালিয়ে যাও। এই অর্জন হোক ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা।”

সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলফাজ আহমদ, শহীদুল হক হাসান, আবু শোয়াইব, আব্বাস আহমদ এবং সহকারী শিক্ষক মো. রাসেল উদ্দিন, সাইফুদ্দিন আহমদ মানিক ও আবদুল কাদের।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকারিয়া, রেহেনা বেগম ও মাস্টার মো. ওসমান গনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না বড়ুয়া বলেন, “এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তোমরা প্রমাণ করেছ, তোমরা পারো এবং ভবিষ্যতেও পারবে। তবে মনে রাখবে—এই সাফল্য যেন গন্তব্য না হয়ে হয় আরও বড় স্বপ্নের সূচনা। সেই স্বপ্নে থাকবে দায়িত্ববোধ, মানবিকতা ও দেশপ্রেম।”

তিনি আরও বলেন, বিদ্যালয়ের অগ্রগতি এবং শিক্ষার মান ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে আরও সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন ২০২৫ সালের এসএসসিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৫তম স্থান অর্জনকারী, জেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রী জয়া খাতুন এবং মেধাবী ছাত্রী শিরিন শোভা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে ১৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিশেষ সম্মাননা হিসেবে জেলার সর্বোচ্চ নম্বর পেয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৫তম স্থান অর্জনকারী জয়া খাতুনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।