এম. মনছুর আলম, চকরিয়া;
কক্সবাজারের চকরিয়ায় অভিনব কৌশলে পায়ুপথে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মোহাম্মদ আজাদ (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের দেহ তল্লাশির পর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সহায়তায় তার পায়ুপথ থেকে একে একে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়া পাহাড় এলাকায় মহাসড়কের পাশের একটি নতুন মসজিদের সামনে তল্লাশিচৌকিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আজাদ নোয়াখালী জেলার সুধারাম উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আমিনের ছেলে।
চকরিয়া থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পুলিশের একটি টিম মহাসড়কের ওই স্থানে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছিল। একপর্যায়ে মোহাম্মদ আজাদ নামের এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পায়ুপথে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করে।
পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে ধীরে ধীরে তার পায়ুপথ থেকে ১৯টি পলিথিন মোড়ানো প্যাকেট থেকে মোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়।
এ ঘটনায় আজাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলার পর বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
