সিবিএন ডেস্ক ;
কক্সবাজার শহরের বাজারঘাটা ও বড় বাজার এলাকায় র্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪৮১ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। অভিযানে আরও উপস্থিত ছিলেন র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম।

র্যাব জানায়, সপ্তাহখানেক আগে ওইসব এলাকায় পলিথিন উৎপাদন, মজুত ও বিক্রয় বন্ধে লিফলেট বিতরণ ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। এরপরও নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করার অভিযোগে এই অভিযান চালানো হয়।
