আজিজুর রহমান রাজু:
গণঅভ্যুত্থানে নিহত শহীদ নুরুল আমিনের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান।
সোমবার (৫ আগস্ট) সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়ায় শহীদ নুরুল আমিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভূমি) রোবাইয়া আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মসিউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি ঈদগাঁও জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রাজান পাল, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যখন শহীদের বৃদ্ধ পিতা ছৈয়দ নূর নিজ হাতে সন্তানের কবরের পাশে ফুল অর্পণ করেন। সন্তানের জন্য শোকাহত পিতার অশ্রুসিক্ত চোখ উপস্থিত সবাইকে আবেগআপ্লুত করে তোলে। পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
শহীদ নুরুল আমিনের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান,
ঈদগাঁও থানা প্রশাসন,পল্লী বিদ্যুৎ সমিতি, ঈদগাঁও জোনাল অফিস,ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রি কলেজ,ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন,ঈদগাঁও জাহানারা ইসলামা বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের কবর জিয়ারত করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় এক মসজিদের ইমাম।
প্রসঙ্গত, শহীদ নুরুল আমিন চট্টগ্রামে অনুষ্ঠিত এক ছাত্র গণআন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে শহীদ হন। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়ার সন্তান ছিলেন।
