আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিজয় উদযাপনে এক উৎসবমুখর বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে বিশাল এই র্যালি শুরু হয়। র্যালিটি থানার মোড় হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তিনি বলেন,
“দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে। আজকের এই বিজয় র্যালি তারই প্রতিফলন। ফ্যাসিবাদ, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ বিজয়ী।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুমং প্রু মার্মা, জেলা বিএনপির সদস্য শ্যামল বড়ুয়া, সাবেক উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানি এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। তারা “ফ্যাসিবাদ নিপাত যাক—গণতন্ত্র মুক্তি পাক”, “তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে বিএনপি”—এই ধরনের স্লোগানে নাইক্ষ্যংছড়ির রাজপথ মুখরিত করে তোলেন।
বক্তারা বলেন, এই বিজয় সাময়িক নয়, এটি একটি গণজাগরণের সূচনা। বর্তমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার করবে।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
