পেকুয়া প্রতিনিধি;
“আমার চোখে দেখা জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে পেকুয়ায় শহীদ মোহাম্মদ ওয়াসিমের স্মরণে স্মৃতি ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) শহীদের শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত মেহেরনামা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই স্মৃতি ফলক উন্মোচন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মারুফ। একইসঙ্গে বিদ্যালয় চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়, যা শহীদের স্মৃতির প্রতীক হিসেবে স্থান পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, জেলা স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহছান উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক ছরওয়ার হোছাইন, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির প্রতিনিধিবৃন্দ, “দ্যা রেড জুলাই” পেকুয়া উপজেলার আহ্বায়ক হিরণ সরওয়ার এবং ছাত্রদল নেতা নাইমুর রহমান হৃদয়।
প্রসঙ্গত, শহীদ মোহাম্মদ ওয়াসিম ছিলেন একজন নির্ভীক ও আদর্শনিষ্ঠ তরুণ, যিনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে জীবন উৎসর্গ করেন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে কক্সবাজারের জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি-এর প্রস্তাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে জেলা পরিষদ।
স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনেরা এ উদ্যোগকে যুগোপযোগী এবং শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও ইতিহাসচেতনা বিকাশে সহায়ক বলে মন্তব্য করেন।
