নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে নারীদের স্বাবলম্বী করে তুলতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রম। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং সামাজিক সংগঠন ‘প্রচেষ্টা যুব সংঘ’-এর সহযোগিতায় সোমবার (৪ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ কুতুবউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক। এসময় ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুতুবউদ্দিন বলেন,
গ্রামের পিছিয়ে পড়া নারী সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোন কাজই ছোট নয়। একজন নারী চাইলে রান্নার কাজের পাশাপাশি ঘরে বসেই টুপি তৈরি, হাতপাখা বা সেলাইয়ের মাধ্যমে আয় করে একটি পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে পারেন।”

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে নারীদের কর্মদক্ষতা বাড়বে, যা তাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়ক হবে।