এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে পৌর শহরের চিরিংগা কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩ আগস্ট) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে কৃষিপণ্যসহ বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ছয়টি দোকানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যেসব দোকানে এখনো পর্যন্ত মূল্য তালিকা টাঙানো হয়নি, তাদের সতর্ক করে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নিলে তাদেরও আইনের আওতায় আনা হবে। বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

অভিযানকালে কক্সবাজার কৃষি বিপণন বিভাগের কর্মকর্তা, থানা পুলিশ, ভ্রাম্যমাণ আদালতের নাজির ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।