সিবিএন ডেস্ক ;
কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ব-স্ত্রীক সৌদি আরব গমন করছেন।
আগামী ৪ আগস্ট রাত ২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যাত্রা শুরু করবেন। স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে তিনি সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
লুৎফুর রহমান কাজল প্রথম চার দিন মদিনায় অবস্থান করবেন এবং সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত ও ইবাদত করবেন। পরবর্তীতে ৭ আগস্ট সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফের পথে রওনা হবেন।
সময় স্বল্পতার কারণে প্রিয় সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে না পারায় তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন তিনি ওমরাহ সুন্দরভাবে পালন শেষে পরিবারসহ সুস্থভাবে স্বদেশে ফিরে আসতে পারেন।
