পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রের একটি অংশ (ব্যারেল ছাড়া বাট ও অন্যান্য যন্ত্রাংশ) সহ মোহাম্মদ আজিজ উদ্দিন সিকদার (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নুইন্যা মুইন্যা ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনীর অভিযানিক টিম। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি এলজির কাঠের বাটসহ একটি অংশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আজিজ উদ্দিন সিকদার পেকুয়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিলহাসুরা গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) উগ্যজাই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আজিজ উদ্দিনের সাথে থাকা আরেকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের বিলে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের মতে, ওই সময় বিলের পানির গভীরতা এবং কচুরিপানার ঘনত্ব পালানোর পক্ষে সহায়ক হয়।
এস.আই উগ্যজাই আরও বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তির কাছেই অস্ত্রের মূল অংশ – অর্থাৎ ব্যারেল – থাকার আশঙ্কা রয়েছে। তাকে ধরার জন্য পরে বিলহাসুরা গ্রামে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তে তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।”
থানার সূত্রে জানা গেছে, এলজি বা লম্বা দেশীয় আগ্নেয়াস্ত্র সাধারণত অবৈধভাবে তৈরি ও ব্যবহৃত হয়। এটি মূলত কাঠের বাট, লোহার ব্যারেল এবং ট্রিগারসহ হাতে তৈরি একটি অস্ত্র, যা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে বহু বছর ধরেই রয়েছে। এটি চোরাকারবারি, মাদক ব্যবসায়ী বা গ্রামীণ বিরোধে ব্যবহার হয়ে থাকে।
