সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন নর্দার্ন উনিভার্সিটির সাবেক সহযোগী অধ্যাপক ও আইন বিভাগের প্রধান গোলাম মওলা।

১ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

অধ্যাপক গোলাম মওলা নর্দার্ণ ইউনিভার্সিটিতে ১৪ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন।

একই ইউনিভার্সিটি থেকে তিনি ২০০৭ সালে আইন বিষয়ে স্নাতক ও ২০০৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে স্বর্ণ পদক প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অধ্যাপক গোলাম মওলা মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ‘মেরিটাইম সিকিউরিটি’ বিষয়ে পিএইচডি করছেন। বিভিন্ন জার্নালে তাঁর ৮টি আর্টিকেল প্রকাশিত হয়েছে। লিখেছেন দুইটি বই। তার মধ্যে একটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যিক আইন এবং আরেকটি বাংলাদেশ বার কাউন্সিলে নিয়োগ পরীক্ষার সংক্রান্ত সহায়িকা।

অধ্যাপক গোলাম মওলা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মোতালিব।