সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমুদ্র সৈকত থেকে আবদুল মোনাফ (৩৩) নামে এক নিখোঁজ জেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) সকালে ২নং ওয়ার্ডস্থ সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।
নিহত আবদুল মোনাফ কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
পরিবার জানায়, মোনাফ গত ২৮ জুলাই মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। ওই দিন তিনি হোয়ানকের ধলঘাট পাড়া এলাকার নাসির উদ্দিনের মালিকানাধীন একটি ফিশিং ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন। ট্রলারটি সাগরে ডুবে গেলে মোনাফ নিখোঁজ হন। ওই ঘটনায় আলাউদ্দিন নামে আরও একজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
মোনাফের বোনের স্বামী ও কৈয়ারবিলের সাবেক ইউপি সদস্য মো. টিটু জানান, শনিবার সকালে সৈকতে ভেসে আসা মরদেহটি আবদুল মোনাফের বলে তারা শনাক্ত করেছেন। পরনের পোশাক ও চেহারা দেখে মোনাফের স্ত্রীসহ পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, “৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। মৃত ব্যক্তির পরনে ছিল অ্যাশ রঙের ফুলহাতা গেঞ্জি ও নেভি ব্লু প্যান্ট। পরিচয় শনাক্তের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
