এম. মনছুর আলম, চকরিয়া;

চকরিয়া উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও ভালো ফলাফলের লক্ষ্যে অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ উদ্দিনের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন লামা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা ছলিমুল হক চৌধুরী, শিক্ষক জাহানারা আরজু, তরুণ নেতা আব্দুল হামিদ, সমাজসেবক জসিম উদ্দিন, ইয়াংছামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজেম উদ্দিন এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সভায় অংশগ্রহণকারী অভিভাবক-অভিভাবিকারাও শিক্ষার মান উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ ও বক্তব্য উপস্থাপন করেন।

বক্তারা বলেন, “শুধু সন্তানদের বিদ্যালয়ে পাঠালেই দায়িত্ব শেষ হয় না। একজন সচেতন অভিভাবক হিসেবে সন্তান কোথায় যাচ্ছে, কখন বিদ্যালয়ে যাচ্ছে, ক্লাসে মনোযোগী কিনা—সেগুলোও পর্যবেক্ষণ করা প্রয়োজন। পড়াশোনায় সন্তানের অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবক উভয়ের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”

তারা আরও বলেন, “শিক্ষকের দায়িত্ব শিক্ষাদান ও মানোন্নয়ন, কিন্তু অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে তদারকির মাধ্যমে শিক্ষার্থীর আচরণ, সময়ানুবর্তিতা ও পাঠ্যপুস্তকের অগ্রগতি যাচাই করা। সচেতন অভিভাবকতা শিক্ষার্থীর ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলে, যা পুরো সমাজকে আলোকিত করে।”

সভায় বক্তারা শিক্ষার বর্তমান মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান শিক্ষক মুফিজ উদ্দিন বলেন, “মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য হলো মেধানির্ভর, নৈতিক ও আদর্শিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। আমাদের বিদ্যালয়ে অবকাঠামো উন্নত, শিক্ষকরা দক্ষ এবং পাঠদানে আন্তরিক। এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

সভা শেষে উপস্থিত অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সক্রিয় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।