এম. মনছুর আলম, চকরিয়া;

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (PBGS for SEDP) প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শিক্ষা সহায়তা ট্রাস্ট ও সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক প্রফেসর শ. ম. সাইফুল আলম, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ. এম. ওমর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জি. এম. রুকন উদ্দিন প্রমুখ।

আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ চকরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ২১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সম্মানসূচক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়, যা তাদের আগামী দিনে আরও ভালো করার প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি অনন্য উদাহরণ হয়ে ওঠে।