সংবাদ বিজ্ঞপ্তি:
পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র কক্সবাজারে স্থানীয় তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প পরিচালক মো. ওয়াহেদুর রহমান এবং সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রূবাইয়া আফরোজ ।
পর্যটন সেবা খাতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ব্যাচের শুভ উদ্বোধন ও সনদ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই অঞ্চলের যুবকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো।
এই যুগান্তকারী প্রশিক্ষণ কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়ন করছে Academy of Information Technology (AIT)। এটি পরিচালিত হচ্ছে AIT-PRABRIDDHI: Local Economic Development (LED) প্রকল্পের অধীনে। এই প্রকল্পের পেছনে রয়েছে সুইজারল্যান্ড সরকার (SDC) এবং বাংলাদেশ সরকারের যৌথ এবং আন্তরিক অর্থায়ন, যা দেশের যুব সমাজের উন্নয়নে তাদের অঙ্গীকারের প্রতিফলন।
AIT দীর্ঘকাল ধরে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা প্রমাণ করে আসছে। এই প্রকল্পের মাধ্যমে কক্সবাজারের তরুণদের সরাসরি পর্যটন খাতের জন্য প্রস্তুত করা হচ্ছে, যাতে তারা কেবল স্থানীয় পর্যায়ে নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক মানের সেবা প্রদানে সক্ষম হয়। এই উদ্যোগ কক্সবাজারের পর্যটন শিল্পের মানোন্নয়নেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দক্ষ জনশক্তির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আজকের এই প্রশিক্ষণ শুধু একটি সনদ বিতরণ নয়, এটি হাজারো তরুণ-তরুণীর ভবিষ্যতের বিনিয়োগ। যারা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং পাশে ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কক্সবাজারের পর্যটন খাতে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনীর সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও চাঙ্গা করবে এবং তরুণদের আত্মনির্ভরশীল জীবন গড়তে সাহায্য করবে।
কক্সবাজারে পর্যটন খাতে নবীনদের ক্ষমতায়ন: প্রশিক্ষণ ও সনদ বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
