এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ জনকে আটক করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের মধ্যে একজনকে ৩ মাস এবং বাকি ৯ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
রূপায়ন দেব জানান, স্থানীয়দের লিখিত অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু যুবক মাদকসেবন করে জনসাধারণের সঙ্গে অশালীন ও উচ্ছৃঙ্খল আচরণ করে আসছিল। অভিযানে ইয়াবা সেবনের সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: মো. সেলিম (৪৫), মো. রুবেল (২১), মো. রাজিব (২৩), মো. সাকিব (২১), নেজাম উদ্দিন (৩২), মো. বাদশা (৩২), মো. আকাশ (২৫), জসিম উদ্দিন (৪২), কামাল উদ্দিন (৬০) ও মো. বাবুল (২১)।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্থানীয়দের উপস্থিতিতে মো. সেলিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৯ জনকে একই আইনের ৪২(১) ধারা অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের চকরিয়া থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চকরিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
