পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় উপজেলার অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পেকুয়া উপজেলা সমাজ কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির ৬ষ্ঠ ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে বারোটায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে—সবুজ দেশের সুষ্ক বাতাস লাগুক সবার প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে চলমান ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে।
এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাহমিদুল ইসলাম, পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক সফওয়ানুল করিম, পরিষদের আজীবন সদস্য সাইফুল ইসলাম, ইসমাইল খান, আরমান বিন কাশেম, নাইমুল আবেদীন, আমজাদ হোছাইন, তাজবিদুল ইসলাম, পারভেজ মোশাররফ, আব্দুল হামিদ এবং গণমাধ্যমকর্মী মো. আরকান প্রমুখ।
বক্তারা উপকূলীয় অঞ্চলে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করা হয়।
এর আগে উজানটিয়া, মগনামা, রাজাখালী, বারাবাকিয়া ও পেকুয়া সদর ইউনিয়নের বিভিন্ন স্কুল, মসজিদ ও কবরস্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
