আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;
সরকারি ও বেসরকারি বিভিন্ন কমিটির কার্যক্রম সম্পর্কে সামাজিক সংগঠনগুলোর দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঈদগাঁও উপজেলায় একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জুলাই (বুধবার) খান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং “ভয়েস ফর চেইঞ্জ” প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার অন্তত ২০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান ও প্রতিনিধি অংশ নেন।
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন ভয়েস ফর চেইঞ্জ প্রকল্পের কর্মকর্তা বেদনা খাতুন, সামিমা ইয়াসমিন এবং কক্সবাজার জেলার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম।
তাঁরা সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন কমিটির গঠন, ভূমিকা ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে আলোচিত হয় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, লিগ্যাল এইড কমিটি এবং স্থানীয় সরকার উন্নয়ন সমন্বয় কমিটির কার্যক্রম ও সমন্বয় কৌশল।
প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া ও উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম।
মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অপরিহার্য। দক্ষ নেতৃত্ব সামাজিক পরিবর্তনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।”
দিদারুল ইসলাম বলেন, “স্থানীয় কমিটিগুলোর সঙ্গে সামাজিক সংগঠনের সমন্বয় জনসম্পৃক্ততা বাড়ায় এবং উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে।”
কর্মশালায় ঈদগাঁওয়ের কয়েকজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীও অংশ নেন, যারা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব করছেন। আলোচনায় উঠে আসে সংগঠনের কার্যক্রম, নেতৃত্ব গঠনে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণের গুরুত্ব।
