সিবিএন:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও হতাহতদের স্মরণে কক্সবাজার সিটি কলেজ হলরুমে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সোমবার দুপুর ১টায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আকতার উদ্দিন চৌধুরী।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আকতার চৌধুরী বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে কামনা করছি। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক শাহানুর আকতার এবং সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জুলফিকার আলী। দোয়া পরিচালনা করেন বিএমটি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মাহফুজা খানম, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নাছরিন সুলতানা, সহকারী অধ্যাপক নুরুল হুদা, দিদারুল ইসলাম, নাছির উদ্দিন (ই.ই), নজরুল ইসলাম, নাছির উদ্দিন(অর্থনীতি), নির্মল কান্তি দে, সহকারী লাইব্রেরিয়ান সুমন্ত চন্দ্র দে, প্রদর্শক মুহিদ, প্রশাসনিক কর্মকর্তা নুর হোসেন বাবুলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
শোকসভা ও দোয়া মাহফিলে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
