সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) মহেশখালীতে দুপুরে ও কুতুবদিয়ায় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকায় খেলাধুলার সময় ৭ বছর বয়সী শিশু সাফওয়া মোহাম্মদ রাওজাত মসজিদের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ইসমাঈল হাজিরপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ৫ বছর বয়সী ওয়াসিব। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুই এলাকায় এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।