আবদুর রশিদ, নিজস্ব প্রতিনিধি;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান পার্বত্য জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভায় জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে বান্দরবান শহরের হাফেজঘোনা ডি’মোর মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মিসেস ম্যামাচি, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা।
পরিচিতি পর্বে কেন্দ্রীয় নেতারা নবগঠিত ৪৬ সদস্যের আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং দলকে সংগঠিত করতে সাংগঠনিক দিকনির্দেশনা দেন।

সভার একপর্যায়ে বান্দরবান জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসঙ্গে, নতুন করে সংগঠন গঠনের প্রস্তুতি নিতে জেলা ও কেন্দ্রীয় নেতারা দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তারা।

সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক বিএনপি সদস্য অংশগ্রহণ করেন।