আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মানবপাচারকারী মোহাম্মদ খান ওরফে ‘মাক্কান’ (২৩)–কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ খান ওই এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র এবং এএসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বড়ইতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত মানবপাচারকারী মোহাম্মদ খানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ‘মাক্কান’-এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় চারটি মানবপাচার ও মাদক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল বলে জানিয়েছেন ওসি।
তিনি আরও বলেন, “আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
