আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ওরফে ডার্বি নাসিরের কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপি।
রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বাইশারী বাজারে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক বাবু সাচিং প্রু জেরীর দিকনির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের সরব অংশগ্রহণে বাইশারী বাজার হয়ে ওঠে প্রতিবাদমুখর।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ও সভায় বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনু। তিনি বলেন, “জাতীয় নেতাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার তো নয়ই, এটি উদ্দেশ্যপ্রণোদিত অপকৌশল ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ।”
সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রশিদ, সাবেক যুগ্ম সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দল ও আহ্বায়ক, বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। তিনি বলেন, “নাসির পাটোয়ারীর বক্তব্য শুধু সালাহউদ্দিন আহমদ নন, পুরো বিএনপি পরিবার ও গণতন্ত্রকামী জনসাধারণকে অপমান করেছে। এর পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে।”
এছাড়াও বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক দল নেতা ছব্বির আহমেদ কোম্পানি, ছাত্র নেতা মোস্তফা কামাল প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্রদল নেতা মো. শাহরিয়ার শিহাব এবং কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা ছৈয়দ হোসেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। সবার হাতে ছিল প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড।
বক্তারা বলেন, “যে ভাষায় একজন জ্যেষ্ঠ রাজনীতিককে উদ্দেশ করে বক্তব্য দেওয়া হয়েছে, তা গণতন্ত্র, ভব্যতা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। আমরা এর জবাব রাজপথেই দেব। প্রয়োজনে আইনি ব্যবস্থার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সভা শেষে সর্বসম্মতিক্রমে দাবি জানানো হয়, “নাসির উদ্দিন পাটোয়ারীকে তার কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য আইনানুগ বিচারের আওতায় আনতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”
এই প্রতিবাদ কর্মসূচি বাইশারী এলাকায় রাজনৈতিকভাবে নতুন চেতনার সৃষ্টি করেছে এবং এনসিপি নেতার বক্তব্যের বিরুদ্ধে সাধারণ জনগণের মাঝেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
