আব্দুস সালাম, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের লামার বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার পাঁচ আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মেরিন ড্রাইভ সড়কের সৈকত কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চকরিয়া থানার কোনাখালী ইউনিয়নের নুরুল কবিরের ছেলে আব্বাস উদ্দিন (৪২), আব্দুল হাকিমের ছেলে সাকিবুল ইসলাম (২২), সফি আলমের ছেলে ফরহাদ মিয়া (১৯), ডেমুশিয়া এলাকার মৃত ইউনুছ আহম্মদের ছেলে মো. রবিউল হোসেন (২৭) এবং সাহাব উদ্দিনের ছেলে মো. তাওসিফ (১৯)।

রোববার (২০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানান, তার নেতৃত্বে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস, এসআই হাসান মিয়া, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই ইব্রাহিম খলিলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। অভিযানের সময় তাদের আরও ৪-৫ জন সহযোগী অন্ধকারে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণ মামলায় জড়িত থাকার কথা স্বীকার করে। তারা জানায়, অপহরণে ব্যবহৃত অস্ত্র ও গুলি বাহারছড়া উত্তর শীলখালী এলাকার একটি বাড়ির সামনে লুকিয়ে রাখা হয়েছে।

পরে পুলিশ ওই এলাকায় গিয়ে জলিল নামের এজাহারনামীয় আসামির পিতার বাড়ির উঠোনে ছনের স্তূপের নিচ থেকে একটি দেশীয় পাইপগান ও তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করে।

উল্লেখ্য, এ ঘটনায় ভুক্তভোগী পাভেল চাকমা (২৪) বাদী হয়ে ১৯ জুলাই টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৩৮/৪৬৮)। অভিযানে উপস্থিত থেকে ভিকটিম ধৃত আসামিদের শনাক্ত করেন।

ওসি গিয়াস উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।