স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বর্তমান বাহিনীর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।

রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনা অস্বীকার করছি না, এটি রাজনৈতিক ঘটনা। রাজনীতিতে এমন কিছু মাঝেমধ্যে ঘটে। অতীতে আমরাও রাজনীতি করেছি, তখন বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক কিছু ঘটেছে। তবে গুরুত্বপূর্ণ হলো—ঘটনার পর আমরা ব্যবস্থা নিচ্ছি।

জাহাঙ্গীর আলম আরও জানান, গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না, শুধুমাত্র দোষীদেরই গ্রেপ্তার করা হচ্ছে। ধীরে ধীরে ওই জেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হবে বলেও তিনি জানান।