আব্দুস সালাম, টেকনাফ;

সেন্টমার্টিনে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা মূল্যের ৯০০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শনিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি জানান, শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন পূর্বপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৯০০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক নারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।