সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে ‘কটূক্তিমূলক’ বক্তব্যের প্রতিবাদে বান্দরবানের আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২০ জুলাই) সকালে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার এলাকা ঘুরে পথসভায় গড়ায়।
বক্তারা জানান, কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপি আয়োজিত সমাবেশে দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী সালাহ উদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বলেন, “আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।” তিনি আরও অভিযোগ করেন, “ঘের দখল, জমি দখল ও চাঁদাবাজি চলছে, যা কক্সবাজারবাসী মেনে নেবে না।”
এই বক্তব্যকে কেন্দ্র করে আলীকদমে উত্তেজনা তৈরি হয় এবং বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মারুফ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হোসেন ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “সালাহ উদ্দিন আহমেদ শুধু চকরিয়া-কক্সবাজার নয়, তিনি দেশের একজন অবিসংবাদিত নেতা। তার বিরুদ্ধে কটুক্তি মানে গোটা বিএনপির কর্মীদের বিরুদ্ধে অপমান। নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এবং তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”
তারা আরও বলেন, “সালাহ উদ্দিন আহমেদ বিএনপির নেতা মাত্র নন, তিনি জাতীয় সম্পদ। তার বিরুদ্ধে যেকোনো অপপ্রচার রুখে দিতে রাজপথে দাঁড়াতে প্রস্তুত আমরা।”
