আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

জুলাই-আগস্ট ২০২৪ সালে শহীদ হওয়া ছাত্রনেতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) বাদ আসর নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য আক্তার কামাল ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদের ইমাম মাওলানা মো. উসমান গনি।
তিনি দেশ, জাতি, শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সরকারি দমন-পীড়নে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। একইসাথে যারা এখনো আহত হয়ে চিকিৎসাধীন, তাদের সুস্থতা ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ছাত্রদল সর্বদা পাশে থাকবে।”

উক্ত দোয়া মাহফিলের মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা শহীদদের স্মরণ করে আন্দোলনে আরও দৃঢ় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।