আব্দুস সালাম, টেকনাফ:

কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযানে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৮ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরী দ্বীপ আউটপোস্টের যৌথ দল সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান চালায়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, সন্দেহজনক গতিবিধির কারণে অভিযানে থাকা দল দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে তারা গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে নৌকা দুটি আটক করা হয়।

তল্লাশিতে ১ লাখ ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারিজ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ২ হাজার টাকা। এ সময় ওই নৌকায় থাকা ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।