আবদুর রশিদ, নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর নিয়মিত অভিযানে ১৫৫ পিস বার্মিজ ইয়াবাসহ মো. রবিউল ইসলাম শাহীন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই ২০২৫) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার রেজুখাল চেকপোস্ট সংলগ্ন সড়ক দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় তল্লাশির মুখে পড়ে আটক হন তিনি। আটক রবিউল ইসলাম কক্সবাজার সদর থানার ঝিলংঝা ইউনিয়নের চন্দ্রিমা মেম্বারবাড়ি এলাকার মৃত কলিম উদ্দিনের পুত্র।
তল্লাশির সময় তার কাছ থেকে ১৫৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তাকে আটক করে মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ৩৪ বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত ও পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এতে করে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও শান্তি বজায় থাকছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে ৩৪ বিজিবি নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের এসব অভিযানে ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে।”
