সংবাদ বিজ্ঞপ্তি:
চব্বিশের জুলাইযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা সভা ও শহীদদের জন্য দোয়া মাহফিল করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

১৯ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জুলাইযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণপূর্বক স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার রাজিদুল হক।

তিনি বলেন, জুলাইযোদ্ধাদের অদম্য সাহস ও আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি নতুন একটি বাংলাদেশ। তাদের এই অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।

সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর এর সঞ্চালনায় অনুষ্ঠানে পরিচালক (এইচআর) মো. খুরশিদুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ।