আজিজুর রহমান রাজু :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার জেলা ইউনিটের আয়োজনে ইউনিট লেভেল অফিসার (ইউএলও) আসশাদুল হায়দার চৌধুরী পমি-কে বিদায় এবং নবনিযুক্ত ইউএলও নাসরিন আক্তারকে বরণ করে নিতে “Farewell & Welcoming Ceremony” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ইউনিটের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরআরও ও পিএমও-এর ডিরেক্টর এবং হেড অব অপারেশন জনাব আকরাম আলী খান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএফএল-এর কর্মকর্তা আশরাফুজ্জামান আশরাফ, আতিকুর রহমান রাব্বি এবং যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধি আরমানুল করিম হৃদয়সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক যুব সদস্য।
বক্তারা বলেন, কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যে আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে, তা রক্ষা ও অক্ষুণ্ণ রাখতে সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
পরে বিদায়ী ইউএলও জনাব আসশাদুল হায়দার চৌধুরীর অবদান, নেতৃত্ব, কর্মদক্ষতা ও মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। তাঁকে আন্তরিকভাবে সম্মান জানিয়ে বলা হয়, তাঁর নেতৃত্ব যুব সদস্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
নবনিযুক্ত ইউএলও মিসেস নাসরিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কক্সবাজার ইউনিট আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে। এ সময় যুব সদস্যরা তাঁর সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা মনে করেন, এ অনুষ্ঠান রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমে যুব সমাজের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যুব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইউনিট প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
